NRC-তে নাম নেই, এবার থাকতে হবে ‘ডিটেনশন ক্যাম্প’ নামক ‘জেলে’

তৈরি হচ্ছে জেল। পোশাকি নাম ডিটেনশন ক্যাম্প। NRC তে যারা বাদ পড়েছেন তাদের কে রাখার বিশাল আয়োজন অসমে। প্রায় 19.5 লক্ষ মানুষ অসমে বাদ পড়েছেন NRC তে। এতদিন ধরে আপনি জমি জমা যা কিনেছেন তা সব রাষ্ট্র কেড়ে নিয়ে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে। অবশ্য যাদের নাম NRC-তে নেই তাদের জন্য আর 120 দিন সময় আছে আদালতে নিজেকে এদেশের মানুষ প্রমান করার। তবে আমাদের যা বিচার ব্যবস্থা তাতে খুবই সন্দেহ হয় এত মানুষের আবেদন এত কম সময়ে বিচার করা যাবে কিনা??? আশ্চর্যের বিষয় প্রায় দেড় লক্ষ আদিবাসী মানুষের নাম NRC-তে নেই। যে আদিবাসীদের ভারতের সবচেয়ে প্রাচীন জনজাতি হিসাবে ধরা হয় এবং যা ঐতিহাসিক ভাবে প্রমাণিত। আরও আশ্চর্যের বিষয় যে সবাই ভাবছিল মুসলিমদের বিদেশি তকমা দেওয়া হবে কিন্ত সবাই কে চমকে দিয়ে 19.5 লাখ মানুষের মধ্যে 11 লাখ মানুষ হিন্দু!!!

অসমে তো সবে শুরু। এরপর গোটা দেশেই চালু হবে NRC। পৃথিবীর বৃহত্তম জেলখানা হতে চলেছে স্বাধীন ভারত। ইতিমধ্যে গোটা কাশ্মীর জেলে পরিণত হয়েছে। কাল অসমের পালা। পরশু বাংলা। তারপর আস্তে আস্তে গোটা দেশ। হিটলারের আবার নব জন্ম হয়েছে। দুর্ভাগ্য আমাদের যে আমরাই ভোট দিয়ে হিটলারের অবতার মোদিকে ক্ষমতায় দুই দুইবার বসিয়েছি। ফল তো ভুগতেই হবে!!!

(দেবাশিস মজুমদারের ফেসবুক থেকে সংগৃহীত)

আরও পড়ুন-ফ্ল্যাট কিনছেন রানু! জানেন কোথায়?

 

Previous articleAircel-Maxis মামলায় চিদম্বরমের আগাম জামিন মঞ্জুর
Next articleশিক্ষক দিবসেই মহানগরীতে শিক্ষকদের প্রতিবাদ মিছিল