Aircel-Maxis মামলায় চিদম্বরমের আগাম জামিন মঞ্জুর

INX- মিডিয়া মামলায় আগাম জামিন তিনি পাননি। ফলে CBI হেফাজতে গিয়েছেন তিনি। কিন্তু Aircel-Maxis মামলায় দিল্লি আদালতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের আগাম জামিন মঞ্জুর হয়েছে। জামিন পেয়েছেন চিদম্বরমের ছেলে কার্তিও৷ 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে আগাম জামিন মঞ্জুর করা হয় চিদম্বরমের৷

Aircel-Maxis মামলায় চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির বিরুদ্ধে CBI ও ED মামলা করেছিলো। দিল্লি আদালতের বিশেষ বিচারক ও পি সাইনি পি চিদম্বরম ও কার্তির আগাম জামিন মঞ্জুর করেন এবং নির্দেশ দেন, তাঁরা যেন তদন্তে সাহায্য করেন।
প্রসঙ্গত, INX মিডিয়া মামলার পাশাপাশি Aircel-Maxis দুর্নীতিতেও CBI এবং ED চিদম্বরমের বিরুদ্ধে তদন্ত করছে।

আরও পড়ুন-আদালতের নির্দেশে শেষপর্যন্ত তিহার জেলেই যেতে হচ্ছে চিদাম্বরমকে

 

Previous articleএবার টেস্টেও ওপেন করুক রোহিত, পরামর্শ সৌরভের
Next articleNRC-তে নাম নেই, এবার থাকতে হবে ‘ডিটেনশন ক্যাম্প’ নামক ‘জেলে’