Tuesday, May 13, 2025

রাজধানীতে ‘প্রি-পুজো এক্সপো’ করছে পশ্চিমবঙ্গ সরকার

Date:

Share post:

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর কাউন্ট-ডাউন শুরু হয়ে গিয়েছে। আর সেই উপলক্ষে দেশের রাজধানীতে দিল্লিতে ‘প্রি-পুজো এক্সপো’ করছে পশ্চিমবঙ্গ সরকার। যা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে স্থানীয় বাঙালিদের মধ্যে।

মূলত, বাংলার ঐতিহ্যশালী হস্তশিল্পের প্রচারে দিল্লিতে ‘প্রি-পুজো এক্সপো’র আয়োজন করছে রাজ্য সরকার। সাধারণ মানুষের জন্য এই এক্সপো খুলে দেওয়া হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে। যা চলবে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত।

রাজ্যের এমএসএমই অ্যান্ড টেক্সটাইলস, পর্যটন, অনগ্রসর শ্রেণি কল্যাণ, কৃষি বিপণন এবং তথ্য-সংস্কৃতি দফতরের সহযোগিতায় দিল্লির জনপথের হ্যান্ডলুম হাটে এই প্রি-পুজো এক্সপো হচ্ছে। পুরো বিষয়টির দেখভালের দায়িত্বে রয়েছে দিল্লিতে অবস্থিত পশ্চিমবঙ্গ রেসিডেন্ট কমিশনারের কার্যালয়।

জানা যাচ্ছে, এই প্রি-পুজো এক্সপোতে বাংলার হস্তশিল্পের প্রচার ও প্রসারে পশ্চিমবঙ্গের মোট 13টি জেলা অংশগ্রহণ করেছে। কোচবিহার, নদীয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, বীরভূম, আলিপুরদুয়ার, পুরুলিয়া এবং দার্জিলিং জেলার হস্ত শিল্পীরা অংশ নিয়েছে।

কোচবিহারের শীতল পাটির সামগ্রী, নদীয়ার মৃৎশিল্প সবই রয়েছে এখানে। তবে বিশেষ আকর্ষণের কেন্দ্রে রয়েছে নকশি কাঁথা। উদ্যোক্তারা জানাচ্ছেন, প্রি-পুজো এক্সপোতে কাঁথা বিক্রি হচ্ছে না। নকশি কাঁথার যে ‘কাঁথা স্টিচ’, তা ব্যবহার করা হয়েছে জামাকাপড়ে। এছাড়াও রয়েছে পাটজাত সামগ্রী, ডোকরার গয়না, টেরাকোটা জুয়েলারি, পটচিত্র।

spot_img

Related articles

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে খতম ৩১ সন্দেহভাজন মাওবাদী!

ভারত- পাকিস্তান সীমান্ত সংঘর্ষের আবহে এবার মাওবাদী দমনে বড় সাফল্য দেশে। সোমবার ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে সন্দেহভাজন ৩১ মাওবাদীকে...

প্রয়াত বর্ষীয়ান CPIM নেতা নেপাল ভট্টাচার্য, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

চলে গেলেন বর্ষীয়ান CPIM নেতা নেপালদেব ভট্টাচার্য (Nepal Deb Bhattacharya)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সোমবার রাত...

সোপিয়ানে জঙ্গিদের খোঁজে পুলিশ-যৌথ বাহিনীর তল্লাশি, চলল গুলি!

জঙ্গি হামলার (Terrorist attack) আবহে উপত্যকায় ফের উত্তেজনা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের জঙ্গলে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালানোর সময়...

যাত্রী নিরাপত্তায় সতর্ক এয়ার ইন্ডিয়া- ইন্ডিগো, মঙ্গলে সাত বিমানবন্দরে উড়ান বন্ধ

সংঘর্ষ বিরতির (Ceasefire) আবহে বারবার সীমান্তে ড্রোন হামলার চেষ্টা করে চলেছে পাকিস্তান (Pakistan)। তাই আকাশপথে বিমান পরিষেবায় বাড়তি...