Tuesday, November 11, 2025

রাজধানীতে ‘প্রি-পুজো এক্সপো’ করছে পশ্চিমবঙ্গ সরকার

Date:

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর কাউন্ট-ডাউন শুরু হয়ে গিয়েছে। আর সেই উপলক্ষে দেশের রাজধানীতে দিল্লিতে ‘প্রি-পুজো এক্সপো’ করছে পশ্চিমবঙ্গ সরকার। যা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে স্থানীয় বাঙালিদের মধ্যে।

মূলত, বাংলার ঐতিহ্যশালী হস্তশিল্পের প্রচারে দিল্লিতে ‘প্রি-পুজো এক্সপো’র আয়োজন করছে রাজ্য সরকার। সাধারণ মানুষের জন্য এই এক্সপো খুলে দেওয়া হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে। যা চলবে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত।

রাজ্যের এমএসএমই অ্যান্ড টেক্সটাইলস, পর্যটন, অনগ্রসর শ্রেণি কল্যাণ, কৃষি বিপণন এবং তথ্য-সংস্কৃতি দফতরের সহযোগিতায় দিল্লির জনপথের হ্যান্ডলুম হাটে এই প্রি-পুজো এক্সপো হচ্ছে। পুরো বিষয়টির দেখভালের দায়িত্বে রয়েছে দিল্লিতে অবস্থিত পশ্চিমবঙ্গ রেসিডেন্ট কমিশনারের কার্যালয়।

জানা যাচ্ছে, এই প্রি-পুজো এক্সপোতে বাংলার হস্তশিল্পের প্রচার ও প্রসারে পশ্চিমবঙ্গের মোট 13টি জেলা অংশগ্রহণ করেছে। কোচবিহার, নদীয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, বীরভূম, আলিপুরদুয়ার, পুরুলিয়া এবং দার্জিলিং জেলার হস্ত শিল্পীরা অংশ নিয়েছে।

কোচবিহারের শীতল পাটির সামগ্রী, নদীয়ার মৃৎশিল্প সবই রয়েছে এখানে। তবে বিশেষ আকর্ষণের কেন্দ্রে রয়েছে নকশি কাঁথা। উদ্যোক্তারা জানাচ্ছেন, প্রি-পুজো এক্সপোতে কাঁথা বিক্রি হচ্ছে না। নকশি কাঁথার যে ‘কাঁথা স্টিচ’, তা ব্যবহার করা হয়েছে জামাকাপড়ে। এছাড়াও রয়েছে পাটজাত সামগ্রী, ডোকরার গয়না, টেরাকোটা জুয়েলারি, পটচিত্র।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version