এবার বন্ধ হবে চিংড়িঘাটা ব্রিজ, বাইপাসে ব্যাপক যানজটের সম্ভাবনা

স্বাস্থ্য পরীক্ষার জন্য শহরের ফের একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ব্রিজ সাময়িক বন্ধ রাখা হবে। এবার লোড টেস্টের জন্য চিংড়িঘাটা উড়ালপুলে আগামীকাল, শুক্রবার রাত 9টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। কেএমডিএ’র সুপারিশের ফলে কলকাতা পুলিশ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ওই সময় গাড়ি উড়ালপুলের তলা দিয়ে যাবে। তার জেরে ইএম বাইপাসে ব্যাপক যানজটের সম্ভাবনা রয়েছে। এর আগে কেএমডিএ’র ব্রিজ বিশেষজ্ঞরা বলেছিলেন, চিংড়িঘাটা উড়ালপুলের প্রযুক্তিগত ত্রুটি আছে। এবার লোড টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা করে সবটাই দেখবেন বিশেষজ্ঞরা।