দিনদুপুরে খড়গপুরে চললো গুলি! তারপর?

ফের গুলি চলল খড়গপুরে। ঘটনাটি খড়গপুরের মালঞ্চ এলাকার। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জমি দালালিকে কেন্দ্র করে দু’পক্ষের গোলমালের জেরেই এই গুলি চলে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। থানায় অভিযোগ দায়ের করা। তদন্ত শুরু করছে পুলিশ। এলাকায় এখন থমথমে।