আমাজন অগ্নিকাণ্ড: 7দেশের বনরক্ষা চুক্তি সই

আমাজনে দাবানল নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে বনরক্ষা চুক্তিতে সই করেছে দক্ষিণ আমেরিকার সাতটি দেশ। দেশগুলো আমাজন নদী অববাহিকা রক্ষায় পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। কলম্বিয়ায় অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে সাত দেশ নতুন বনায়নের কাজ করতেও সম্মত হয়েছেন।

আরও পড়ুন-বধূর গায়ে আগুন দিয়ে খুনের চেষ্টা, অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে 

এই সাতটি দেশ হলো বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু ও সুরিনাম। চুক্তিতে দুর্যোগ মোকাবিলা নেটওয়ার্ক এবং স্যাটেলাইট নজরদারির কথা বলা হয়েছে।

বেশ কিছু দিন ধরে আগুনে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’ আমাজন। পরিসংখ্যান বলছে, অতীতে কখনও আমাজনে এত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (ইনপে) জানিয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে আমাজনে রেকর্ড সংখ্যক আগুন লাগার ঘটনা ঘটেছে। গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছর 85 শতাংশ বেশি আগুন লেগেছে। চলতি বছর এখনও পর্যন্ত আমাজনে অন্তত 80 হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাজনের আগুন নেভাতে সেনাবাহিনী মোতায়েনের পর যুদ্ধবিমানের সাহায্যে জলও ঢালা হয়েছে। কিন্তু তাতে বিশেষ কাজ হয়নি।

আরও পড়ুন-আজ বঙ্গযোদ্ধাদের মুখোমুখি গুজরাত 

Previous articleএই পর্যন্ত পৌঁছনোও কম কৃতিত্বের নয়, দেশ আপনাদের জন্য গর্বিত: ট্যুইট প্রধানমন্ত্রীর
Next article28 সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন, অন্যথায় BCCI নির্বাচনে থাকতে পারবে না CAB প্রতিনিধি