সমস্যা কাটছে, বাড়ি যেতে ‘বায়না’ বুদ্ধবাবুর

শরীরে পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম কম। বাইপ্যাপ মেশিন শনিবার সকালে খোলা হলেও বিকেলে লাগাতে হয়েছে। তবে ‘ইউরিন’ স্বাভাবিক হওয়ায় চিন্তা একটু কমেছে। দুপুর ও রাতে অল্প খেলেও স্বাভাবিক খাবার খেয়েছেন। আপাতত, এমনটাই শারীরিক অবস্থা অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। কিন্তু শনিবার দুপুর থেকেই বাড়ি ফিরে যাওয়ার জন্য কার্যত ‘বায়না’ করতে থাকেন বর্ষীয়ান সিপিএম নেতা। যদিও ঘনিষ্ঠ মহল ও রাজনৈতিক সতীর্থরা স্পষ্ট জানান, আপনাকে কয়েক দিন থাকতে হবে। হাসপাতালে অনীহা বুদ্ধবাবুর সব ধরনের পরীক্ষা তাঁরা এইবেলা সেরে ফেলে তবেই বাড়ি নিয়ে যেতে চান। আর এ ক’দিনে তিনি অনেকটাই সুস্থ হয়ে যাবেন বলে তাঁদের অনুমান। সন্ধ্যায় হাসপাতাল বুলেটিনে জানানো হয়, বুদ্ধবাবু স্থিতিশীল, তবে বেশ কিছু সমস্যা রয়েছে।

শুক্রবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে আনার সময় কার্বন ডাই অক্সাইড বেশি ছিল, হিমোগ্লোবিনও কম ছিল। তাঁকে এক ইউনিট রক্ত দেওয়া হয়। আর বিগত ২৪ ঘন্টার চিকিৎসায় তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণও বেড়েছে। ফলে আপাতত স্থিতিশীল। এদিন হাসপাতালে স্ত্রী ও কন্যা দীর্ঘক্ষণ ছিলেন। ছিলেন দলের পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিম। বেশ কিছু নেতা ও কর্মী হাসপাতালে ভিড়ও করেন। তাঁকে বিকেলে দেখতে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

Previous article“যেটা পার না, সেটা করো কেন?”: চন্দ্রযান-2 নিয়ে ইসরোকে কটাক্ষ পাক মন্ত্রীর
Next articleছিঃ শিক্ষক দিবসে স্কুলে চটুল নাচ!