ফের স্বপ্ন ছোঁয়ার মুখে সেরিনা

পারবেন মার্গারেট কোর্টের ২৪টি গ্র‍্যান্ড স্ল্যামের নজির ছুঁতে? ফ্লাশিং মিডোয় আজ সেই স্বপ্ন ছোঁয়ার প্রতিক্ষা। ৩৭ বছরের সেরিনা উইলিয়ামস যুক্তরাষ্ট্র ওপেনে আজ নামছেন স্বপ্ন ছুঁতে। প্রতিপক্ষ ১৯ বছরের বিয়াঙ্কা আন্দ্রেস্কু। অর্থাৎ ১৯৯৯ সালে সেরিনা যখন প্রথম যুক্তরাষ্ট্র ওপেন গ্র‍্যান্ড স্লাম জিতছেন, তখন জন্মই হয়নি রোমানিয়ার বিয়াঙ্কার! ফাইনালে উঠলেন সোয়াইতোলিনাকে হারিয়ে। সেইসঙ্গে ফ্লাশিং মিডোয় জিতলেন ১০১টি ম্যাচ। ছুঁলেন কিংবদন্তী ক্রিস এভার্ট লয়েডকে। আর বিয়াঙ্কা হারালেন বেলিন্দা বেলচিচকে। দুটি ইতিহাস ছোঁয়ার আগে সেরিনা বলছেন, ফাইনালে ওঠাটা পাগলামি মনে হচ্ছে। তবে এর থেকে খারাপ কিছু ভাবিনি। আর বিয়াঙ্কা বললেন, টেনিস র‍্যাকেট নিয়ে নামার সময় থেকেই সেরিনার সঙ্গে খেলার স্বপ্ন দেখতাম। মুখিয়ে আছি। দারুন মজা হবে।

Previous articleলেগস্পিনের ম্যাজিশিয়ান কিংবদন্তি আব্দুল কাদির প্রয়াত
Next articleলিগের নয়া সূচি, দুই প্রধানের দাবি নস্যাৎ করা হচ্ছে