চাঁদের একেবারে কাছে গিয়ে ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল চন্দ্রযান-2 এর। ইসরো জানিয়েছে, চন্দ্রপৃষ্টের মাত্র 2.1 কিমি আগে থেকে চন্দ্রযান-2 এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ইসরোর দফতর থেকে বেরিয়ে ট্যুইট করেন তিনি। তাঁর ট্যুইট, ‘আমাদের বিজ্ঞানীদের নিয়ে দেশ গর্বিত। ওঁরা নিজেদের সেরাটা দিয়েছেন। এই সময় আমাদের সাহসিকতার পরিচয় দিতে হবে, আমরা তা দেবও। আমরা এখনও আশাবাদী। বিজ্ঞানে ব্যর্থতা বলে কিছু নেই, আছে গবেষণা ও প্রচেষ্টা। এই পর্যন্ত পৌঁছনোও কম কৃতিত্বের নয়, দেশ আপনাদের জন্য গর্বিত।’

আরও পড়ুন-চন্দ্র অভিযানকে ব্যর্থ বলতে যাব কেন?
