উপগ্রহ চিত্রে মিলল অরুণাচলে চিনা সেনা !

বিজেপি নেতার অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে চমকে উঠেছেন সেনা কর্তারা।কয়েক দিন আগেই এক বিজেপি নেতা অভিযোগ করেন, অরুণাচলপ্রদেশে ভারতীয় সীমানার 100 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে চিনা সেনা। ভারতীয় সেনার তরফে সেই অভিযোগ নস্যাৎ করা হলেও উপগ্রহ চিত্রে তার জোরালো প্রমাণ মিলেছে বলে দাবি করলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ অভিজিৎ আইয়ার মিত্র। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একজন সাংসদ যা জানেন তা কেন্দ্রীয় গোয়েন্দা দফতর কেন জানে না ?
তিনি বলেন, গত বুধবার যখন বিজেপি নেতা দাবি করেন অরুণাচলে চিন অনুপ্রবেশ করেছে, তখন ভারতীয় সেনা সেই অভিযোগ নস্যাৎ করে। কিন্তু আমরা এর তদন্ত চালিয়ে যাই। আদৌ কোনও অনুপ্রবেশ ঘটেছে কিনা, সে বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করি। অরুণাচলের চাগলাগাম এবং বিশিং এলাকায় চিনা অনুপ্রবেশ সম্বন্ধে ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওএসআইএনটি-র মাধ্যমে এর খোঁজ নিতে শুরু করি। সেখানে যা দেখা যায়, তা এক কথায় সাংঘাতিক। সেখানে শুধু চিনা অনুপ্রবেশই নয়, প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ভারতের দিকে এক কিমি প্রসারিত রাস্তাও তৈরি করে ফেলেছে চিন।

আরও পড়ুন-উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, জলের তোড়ে তলিয়ে যাচ্ছে একাধিক বাড়ি

 

Previous articleএনআরসি-র বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল
Next articleনিখোঁজ ব্যাঙ্ক কর্তা! অপহরণ, নাকি অন্যকিছু ?