Wednesday, December 3, 2025

বাবার সৎকারে গিয়েই শপথ, ‘বিরাট’ হয়ে ওঠার কাহিনি কোহলির

Date:

Share post:

প্রয়াত বাবার স্মৃতিচারণা করতে গিয়ে কাঁদছেন ভারত অধিনায়ক। বলেই ফেলছেন, “বাবার জন্যই তো আজ আমি এখানে।” এ কোন কোহলি ? ইনিই কি সেই অ্যারগেন্ট-অ্যাডামেন্ট বিরাট! যাঁর নামে আঁতকে ওঠেন বিশ্বের তাবড় বোলাররা। সেই বিরাট কোহলিই কিনা কাঁদছেন!

তখন মাত্র আঠারোয় পা দিয়েছেন কোহলি। হঠাৎই চিরতরে হারিয়ে ফেললেন বাবাকে। যে মানুষটার উৎসাহ ছাড়া ক্রিকেটীয় উপগ্রহে প্রদক্ষিণ প্রায় অসম্ভব, তাঁর প্রয়াণ দিশেহারা করে তুলেছিল বিরাটকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবার স্মৃতিচারণা করতে গিয়ে কোহলি বলেন, “তখন রনজি ম্যাচ খেলছিলাম দিল্লির হয়ে। কর্ণাটকের বিরুদ্ধে আগের দিন 40 রানে অপরাজিত ছিলাম। পরদিন সকালে বাবার মৃত্যু সংবাদ পাই। কোচ বলেছিলেন, পরিবারের সঙ্গে থাকতে। আমি শুনিনি। ক্রিজে নেমে যাই ব্যাট হাতে। পরে ড্রেসিংরুমে ফিরে হাউ হাউ করে কেঁদে উঠি। মানতে পারছিলাম না, বাবা নেই।”

ঘরোয়া ক্রিকেটে প্রথমে দিল্লির জার্সিতে। সেখান থেকে দেশের হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়। তারপর 2008-এ ডাম্বুলায় সিনিয়র ভারতীয় দলের হয়ে অভিষেক। আর তো কখনই পিছন ফিরে তাকাতে হয়নি বিরাটকে। দেশের অধিনায়কত্ব থেকে হাজারো খ্যাতি – কি না পেয়েছেন ক্যাপ্টেন হট!

তবু আজও বাবার কথা মনে পড়লেই আবেগতাড়িত হয়েই পড়েন ভারত অধিনায়ক। কাঁদো গলায় বলেই ফেলেন, “বাবার মৃত্যুর পরে সৎকার করতে গিয়ে দাদার কাছে শপথ করেছিলাম, একদিন না একদিন টিম ইন্ডিয়ার হয়ে খেলবই।”

spot_img

Related articles

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...