চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা পাঁচবার সঞ্চয় প্রকল্পের সুদে কোপ বসাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সোমবার ফেটে এসবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এমসিএলআরে 10 বেসিস পয়েন্ট ও বিভিন্ন টার্ম ডিপোজিটে সর্বোচ্চ 25 বেসিস পয়েন্ট করে কমানো হয়েছে।

আগামীকাল অর্থাৎ, মঙ্গলবার থেকে নতুন হারে সুদ প্রদান করবে এসবিআই। তার ফলে একদিকে যেমন গৃহঋণে সুদের বোঝা কমায় স্বস্তি পাবেন গ্রাহকরা, অন্যদিকে ফিক্সড ডিপোজিটেও সুদের হার কমায় সমস্যায় পড়তে হবে তাঁদের।

আরও পড়ুন-ফের বেকায়দায় মুকুল, প্রতারণা মামলায় বিকেলের মধ্যেই থানায় হাজির দিতে হবে মুকুলকে
