তৃণমূলের ব্লক সভাপতির উপর হামলা

সদ্য তৃণমূলের ব্লক সভাপতি হওয়া ধীরেশ চন্দ্র রায়ের গাড়ির উপরে হামলা চালাল এক দল দুষ্কৃতি। ঘটনাটি আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লক এলাকার। হামলায় অল্পের জন্য ধীরেশবাবু প্রাণে বাঁচলেও গুরুতরভাবে জখম হয়েছেন তাঁর তিন সঙ্গী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, সোমবার গভীর রাতে কুমারগ্রামের কামাখ্যাগুড়ি-2 পঞ্চায়েতের তেলিপাড়া মোড়ে এই হামলার ঘটনাটি ঘটে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ গত রবিবার অসম-বাংলা আন্তঃরাজ্য সীমান্তে এনআরসি’র বিরুদ্ধে বারোবিশাতে দলের স্বতস্ফূর্ত মিছিল দেখে ভয় পেয়ে বিজেপির লোকজন ধীরেশবাবুর বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে। দলের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে আজ বিকালে তেলিপাড়া মোড় থেকে বারোবিশা পর্যন্ত ধিক্কার মিছিল ও পথসভা করবে তৃণমূল।

পাশাপাশি স্থানীয় 16 জন বিজেপি কর্মী-সমর্থকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে। বিজেপির অবশ্য দাবি করেছে এই ঘটনা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

আরও পড়ুন-এবার চেন্নাইয়ে ধৃত বর্ধমানের জেএনবি জঙ্গি আসাদুল্লাহ