Wednesday, July 16, 2025

“তেরে লিয়ে হাম জিয়ে”: লতা ছাড়া আর কিছুই নেই এই ভক্তের জীবনে

Date:

Share post:

‘‌তেরে লিয়ে হাম জিয়ে…।’‌
কিং অফ মেলডি লতা মঙ্গেশকরের সেই গান এখনও হৃদয়ে উদ্বেল জাগায়। আর সেই গানকেই হৃদয়ের মনিকোঠায় রেখে জীবনটাই কাটিয়ে দিচ্ছেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। আসলে লতাই তাঁর ধ্যান-জ্ঞান-স্বপ্ন। লতা ছাড়া তাঁর জীবনে আর কিছুই নেই।

যে জিনিসের ওপর লতা মঙ্গেশকরের নাম লেখা আছে, সেটাই রয়েছে তাঁর ঘরে। তালিকায় কী নেই!‌ লতার আদ্যিকালের পুরনো সব গানের ক্যাসেট, সিডি থেকে শুরু করে শিল্পীকে নিয়ে লেখা দেশি-বিদেশি বই, সংবাদপত্রে ছাপা খবর, সবই রয়েছে।

কার্যত নিজের ঘরকে আস্ত একটি লাইব্রেরি বানিয়ে ফেলেছেন বছর 36-এর গৌরব শর্মা। তাঁর ঘর জুড়ে রয়েছেন শুধুই লতা। এখানেই শেষ নয়, লতা মঙ্গেশকর যেদিন থেকে টুইটারে যোগ দিয়েছেন, সেইদিন থেকে তাঁর সমস্ত পোস্টই সংরক্ষণ করে রেখেছেন মিরাটবাসী গৌরব।

সময়ের সঙ্গে সঙ্গে লতা মঙ্গেশকরের প্রতি নিঃশর্ত ভালবাসা এমন জায়গায় গিয়েছে যে তিনি ঠিক করেছেন, কোনওদিন অন্য মহিলার সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়বেন না। শিল্পীর সুরেলা কণ্ঠ, গান তো গোটা বিশ্বের মানুষ ভালবাসেন। তিনি ভালবেসে ফেলেছেন লতার জীবন সংগ্রামকে।

সঙ্গীত জীবনের শুরুটা খুব একটা মসৃন ছিল না লতার। এক রকম যুদ্ধ করেই আজ তিনি কিংবদন্তি। গৌরব শর্মা জানাচ্ছেন, ‘‌ছোটবেলায় আমার ঠাকুমা লতাজির একটি ছবি আমার হাতে দিয়ে বলেছিলেন, খুঁজতে হলে লতাজিকে খোঁজ। তখন বুঝিনি ঠাকুমা ঠিক কী বলতে চেয়েছিলেন। আজ বুঝি। আমি আসলে এতদিন ঈশ্বরকেই খুঁজে চলেছি। আমার সঙ্গে লতাজীর সম্পর্ক একেবারেই গুরু-শিক্ষকের।’‌‌‌

আরও পড়ুন-ঝাড়খন্ড পুলিশের পরোয়ানা, আইনি তৎপরতার গেরোয় অনিশ্চিত ছত্রধরের মুক্তি

 

spot_img

Related articles

রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ, আজ থেকে দক্ষিণে কমবে বৃষ্টি! 

শক্তি হারিয়েছে নিম্নচাপ। আপাতত বাংলা থেকে সরে উত্তর ঝাড়খণ্ড ও দক্ষিণ বিহারে তার বর্তমান অবস্থান।আলিপুর আবহাওয়া দফতর (Alipore...

বিজেপি সরকারের বাংলা-বাঙালি বিদ্বেষের প্রতিবাদে আজ রাজপথে মমতা- অভিষেক

কোথাও বিজেপি (BJP States) শাসিত রাজ্যে বাঙালিদের চূড়ান্ত হেনস্থার অভিযোগ, আবার কোথাও জোর করে এনআরসি চালু করার অপচেষ্টা।...

খুশির খবর বলিউডে, কন্যাসন্তানের বাবা-মা হলেন সিদ্ধার্থ-কিয়ারা! 

বলিউডে খুশির হাওয়া। প্রথম সন্তানের আগমনে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা...

ডবল ইঞ্জিনের সরকারের বাংলা-বিদ্বেষ! বুধে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজপথে হাঁটবেন অভিষেকও

ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে বাংলাভাষী তথা বাঙালিদের চূড়ান্ত হেনস্থা। প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা...