INX দুর্নীতি মামলায় জামিনের আর্জি নিয়ে বুধবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। CBI-এর বিশেষ আদালত 19 সেপ্টেম্বর পর্যন্ত তিহাড় জেলে পাঠিয়েছে চিদম্বরমকে। সেই অাদেশকেও চ্যালেঞ্জ জানিয়েছেন চিদম্বরমের অাইনজীবী। গত 21 আগস্ট তাঁর বাড়ির পাঁচিল টপকে ঢুকে প্রাক্তন অর্থমন্ত্রীকে নাটকীয়ভাবে CBI গ্রেফতার করে। প্রথম দফায় 26 আগস্ট পর্যন্ত ও পরের বার 3 সেপ্টেম্বর পর্যন্ত চিদম্বরমকে CBI হেফাজতেপাঠানোর নির্দেশ দেয় বিশেষ অাদালত। সব মিলিয়ে 15 দিন CBI হেফাজতে ছিলেন চিদম্বরম।
