স্কুলেই আক্রান্ত পড়ুয়া, প্রতিবাদে পথে সহপাঠীরা

স্কুলে ঢুকে এক নবম শ্রেণীর ছাত্রকে মারধর করার অভিযোগ। প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে আরামবাগের সোদপুর হাইস্কুলে। অভিযোগ, সোমবার স্কুল চলাকালীন স্থানীয় তৃণমূল নেতা বলে পরিচিত শেখ আলাউদ্দিন স্কুলে ঢুকে নবম শ্রেণীর এক ছাত্রকে বেদম মারধর করেন। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে স্কুলের গেটে তালা ঝুলিয়ে পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে থাকে তারা। ঘটনায় স্কুলচত্বরে উত্তেজনা ছড়ায়। পরে আরামবাগ রাজ্য সড়কে অবরোধে বসে পড়ে পড়ুয়ারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ওসির নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুরশুঁড়া থানার পুলিশ। ছিলেন আরামবাগের এসডিপিও সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। নামানো হয় ব়্যাফও। তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। পরে অভিযুক্ত শেখ আলাউদ্দিনকে পুলিশ গ্রেফতার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Previous articleপেট্রোলের থেকেও দামি! পাকিস্তানিরা বুঝতে পারছে না,দুধ খাবে নাকি গাড়ি চড়বে
Next articleজামিনের আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টে চিদম্বরম