জামিনের আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টে চিদম্বরম

INX দুর্নীতি মামলায় জামিনের আর্জি নিয়ে বুধবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। CBI-এর বিশেষ আদালত 19 সেপ্টেম্বর পর্যন্ত তিহাড় জেলে পাঠিয়েছে চিদম্বরমকে। সেই অাদেশকেও চ্যালেঞ্জ জানিয়েছেন চিদম্বরমের অাইনজীবী। গত 21 আগস্ট তাঁর বাড়ির পাঁচিল টপকে ঢুকে প্রাক্তন অর্থমন্ত্রীকে নাটকীয়ভাবে CBI গ্রেফতার করে। প্রথম দফায় 26 আগস্ট পর্যন্ত ও পরের বার 3 সেপ্টেম্বর পর্যন্ত চিদম্বরমকে CBI হেফাজতেপাঠানোর নির্দেশ দেয় বিশেষ অাদালত। সব মিলিয়ে 15 দিন CBI হেফাজতে ছিলেন চিদম্বরম।

Previous articleস্কুলেই আক্রান্ত পড়ুয়া, প্রতিবাদে পথে সহপাঠীরা
Next articleশহরে এসে ধোনি প্রেমের কথা জানালেন পন্থ, বললেন প্রোটিয়াদের বিরুদ্ধেও লড়ার জন্য প্রস্তুত