Saturday, November 15, 2025

ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভবিষ্যৎ অনিশ্চিত, KMRCL-র রিপোর্ট বলছে 74টি বাড়ি বিপজ্জনক

Date:

সমস্যা আরও জটিল হয়ে পড়ছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভবিষ্যৎ কার্যত বিশ বাঁও জলে। সমীক্ষার পর KMRCL-এর বিশেষজ্ঞরা ভয়ঙ্কর রিপোর্ট দিয়েছে। এ পর্যন্ত 74টি বাড়িকে ‘বিপজ্জনক’ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।

এর মধ্যে 5 থেকে 8টি বাড়ি ভাঙতেই হবে। বাকি বাড়িগুলি প্রথমে মেরামত করার চেষ্টা হবে। মেরামতির কাজ সফল হলে ভালো, না হলে পরবর্তী পর্যায়ে সেই বাড়িগুলিও ভাঙতে হতে পারে।
সর্বাপেক্ষা বিপজ্জনক চিহ্নিত বাড়িগুলি ভাঙার কাজ শেষ হলে টানেলের কাজ ফের শুরু করার চেষ্টা হবে। বিশেষজ্ঞদের বক্তব্য, এর অর্থ, ইস্ট ওয়েস্ট মেট্রোর ভবিষ্যত অন্ধকারে। এই প্রকল্প আদৌ শেষ হবে কি’না, তা নিয়েও ভাবার সময় আসছে।
KMRCL-এর বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সবক’টি বাড়ির পূর্ণাঙ্গ মেরামতি শেষ না হলে মেট্রোর কাজ শুরু করা অসম্ভব। বৌবাজারের ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ নিয়ে KMRCL এভাবেই এগোতে চাইছে। আপাতত মোট 74টি বাড়ি চিহ্নিত করা হলেও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। এদিন মোট 11টি বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখেন বিশেষজ্ঞ দল।
বেশ কয়েকটি ভেঙে পড়েছে। বেশ কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত। এই বাড়িগুলির অবস্থা যাচাই করাই আপাতত টপ প্রায়োরিটি। মঙ্গলবারও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে KMRCL যাচাই করার কাজ করেছে।
এদিন যে 11টি বাড়ির অবস্থা দেখা হয়, সেগুলি দুর্গা পিতুরি লেন, স্যাকরাপাড়া লেন ও গৌর দে লেনে। ধাপে ধাপে এই বাড়িগুলির মেরামতি হবে। ভবিষ্যতে টানেলের কাজ যদি শুরু হয়, তখন যাতে বিপত্তি না বাড়ে, সে কারনেই ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় সব বাড়িরই স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কটা বাড়ি ভেঙে ফেলতে হবে, কটা বাড়ি মেরামত করা সম্ভব, তা নিয়ে দু-একদিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা হবে।
এদিকে, বৌবাজারে ফাটল ধরা 8টি বাড়ির ভিত মজবুত করার কাজ KMRCL শুরু করেছে। তবে এত কিছুর পরেও টানেলের কাজ আদৌ শুরু করা যাবে কি’না, তা নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের সংখ্যাগরিষ্ঠ অংশের আশঙ্ক, ইস্ট-ইয়েস্ট মেট্রো শেষপর্যন্ত বাতিল ঘোষণা করতে হতে পারে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version