Friday, November 14, 2025

সবুজ বাঁচাতে গাছ লাগান, পুজো-উদ্যোক্তাদের চিঠি বনমন্ত্রী ব্রাত্য বসুর

Date:

মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে শারদোৎসবের মাঝেই বৃক্ষরোপণ উৎসব করার পরিকল্পনা নিয়েছে রাজ্য বন দপ্তর। এই প্রথমবার পুজো-উদ্যোক্তাদের মাধ্যমে শহরজুড়ে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু গাছ লাগানোই নয়, বছরভর তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে। দুর্গাপুজো কমিটিগুলির কাছে চিঠি পাঠাচ্ছেন রাজ্যের বনমন্ত্রী ব্রাত্য বসু। যে সব পুজো কমিটি এই উদ্যোগে সামিল হবেন, তাঁদের গাছের চারা দেবে বন দপ্তর। এ জন্য চিঠিতে নির্দিষ্ট ফোন নম্বরও দেওয়া হচ্ছে। বনমন্ত্রীর বক্তব্য, চিঠি পেয়ে ইতিমধ্যেই অনেক পুজো কমিটি যোগাযোগ করেছে। সবুজ রক্ষার ব্যাপারে পুজো উদ্যোক্তাদের এই আগ্রহ যথেষ্ট উৎসাহব্যাঞ্জক বলে মনে করছেন বনমন্ত্রী।
কিছুদিন আগে সবুজ রক্ষার কাজে মানুষকে উৎসাহিত করতে বিড়লা তারামণ্ডল থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইদিনই মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণের কাজে পুজো উদ্যোক্তাদের সামিল করানোর জন্য প্রথম প্রস্তাব দেন। সেদিন তিনি বলেছিলেন, “পুজো কমিটিগুলি তো অনেক ধরনের সামাজিক কাজকর্ম করে। তার সঙ্গে তারা যদি এলাকায় গাছ লাগায় এবং তার দেখভাল করার দায়িত্ব নেন, তা হলে তাঁদের দেখে অন্যরা উৎসাহী হবেন। সচেতনতা বাড়বে।’ মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাব মেনেই বন দপ্তর এই উদ্যোগ নিয়েছে।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version