কলেজ এডমিশনে দুর্নীতি রুখতে অভিনব উদ্যোগ রাজ্যের

ভর্তি প্রক্রিয়া বেশ কিছু বছর ধরে অনলাইনেই চলছে। তবুও দুর্নীতি রোখা যায়নি। এবছরও কলেজে ভর্তির সময় টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি মোকাবিলায় জেলায় জেলায় সাহায্য কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর।নবুধবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানান।

আগামী বছর থেকে প্রতিটি জেলায় চালু হবে এই সাহায্য কেন্দ্র। এই কেন্দ্রগুলিতে কলেজে ভর্তি নিয়ে নিখরচায় পড়ুয়াদের যাবতীয় সংশয়ের সমাধান মিলবে। অন্যদিকে, পার্থবাবু জানান, গত বছর উচ্চশিক্ষায় স্কলারশিপ প্রাপকের সংখ্যা বেড়ে হয়েছে 1,20,803 জন।