বসিরহাটের মিনাখাঁয় অস্ত্র কারখানার হদিশ। বুধবার রাতে লালবাজারের ১১ জন পুলিশের একটি দল মিনাখাঁ থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। দুটি ওয়ান শটার, সাতটি অসমাপ্ত ওয়ান শটার সহ অস্ত্র তৈরির মেশিন, সারঞ্জাম ও প্রচুর কাঁচামাল উদ্ধার করে। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মিনাখাঁর ৪ নম্বর চৈতল এলাকায় একটি মেছোভেড়ির চালাঘরে চলছিল অস্ত্র কারখানাটি। ঘটনাস্থল থেকে সামসুর আলম ও মহম্মদ ফিরোজ নামে বিহারের মুঙ্গেরের 2 বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা দিন ছয়েক আগে মিনাখাঁর চৈতালে এসেছিল বলে পুলিশ সূত্রে খবর। আগে সফিকুল গাজি ওরফে মির্জা নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করেই মিনাখাঁর অস্ত্র কারখানার খোঁজ পাওয়া যায়। মেছোভেড়ির মালিকের খোঁজ চলছে।
