ক্রাইম ম্যানুয়ালে বদল আনছে সিবিআই

পাল্টে যাওয়া সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের গতিপ্রকৃতি বা ধরনধারন বদলে যাওয়ায় 2005-এর পরে এই প্রথম ক্রাইম ম্যানুয়াল বদলাতে চলেছে সিবিআই। এই কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, তদন্তের ক্ষেত্রে এবার আমেরিকার এফবিআই বা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পদ্ধতি অনুসরণ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ক্রাইম ম্যানুয়ালই হল সিবিআই তদন্তের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। 2018-তে দুর্নীতি দমন আইন ও ফৌজদারি দণ্ডবিধিতে সংশোধন হয়েছে। সুপ্রিম কোর্টও নানা বিষয়ে একাধিক পর্যবেক্ষণ দিয়েছে। আবার সাইবার অপরাধের সংখ্যাও দ্রুত বাড়ছে। 2005-এ এত বেশি সাইবার অপরাধ হতনা। সবদিক বিবেচনা করেই ক্রাইম ম্যানুয়াল সংশোধনের পথে হাঁটছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।

Previous articleবেলগাছিয়া স্টেশনে ফের মেট্রোর সামনে মারণঝাঁপ
Next articleতুলকালাম দার্জিলিং মেলে! মহিলা যাত্রীকে হেনস্থার অভিযোগ জিআরপির বিরুদ্ধে