রোগী দুর্ভোগ কমাতে এবার হাসপাতালে নতুন কমিটি

সরকারি হাসপাতালে রোগীদের নানা বিপত্তির মুখে পড়তে হয়। ডাক্তার দেখাতে দীর্ঘ অপেক্ষা, রোগ নির্ণায়ক পরীক্ষার তারিখ পেতেও সময় লাগে অনেক, ইত্যাদি একাধিক সমস্যা। রোগীদের এই হয়রানি কমাতে স্বাস্থ্যভবনের নির্দেশে এ বার কমিটি গড়ছে SSKM হাসপাতাল। বাকি হাসপাতালেও এমন কমিটি তৈরি হবে। স্বাস্থ্যসচিব রাজীব সিনহা, স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য ও স্বাস্থ্য দপ্তরের পদস্থ কর্তারা SSKM পরিদর্শনে গিয়ে বৈঠক করেন হাসপাতালের প্রশাসনিক কর্তা ও চিকিৎসকদের সঙ্গে। সেখানেই সমস্যাগুলির কথা উঠে আসে। স্বাস্থ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, বিভিন্ন মেডিক্যাল কলেজে ‘এক্সচেঞ্জ ভিজিট’ শুরু হয়েছে। সমস্যা নিজের চোখে দেখে তার সমাধানের চেষ্টাও করা হচ্ছে। তারই একটি ধাপ, এ ধরনের কমিটি।

আরও পড়ুন-তাজা গ্রেনেড হাতে হঠাৎ স্কুলে শিশু! তারপর রুদ্ধশ্বাস কিছু সময়