দিলীপ ঘোষই শেষ কথা, বুঝিয়ে দিলেন অমিত শাহ

রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষই শেষ কথা। সবাইকে তাঁর কথা শুনেই চলতে হবে। দিলীপবাবুর নেতৃত্বেই দল 2021 সালের বিধানসভা ভোটে লড়বে। রাজ্য বিজেপি নেতাদের স্পষ্টভাবে এই বার্তা দিয়ে দিয়েছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। বাংলায় কোনো উপদল বা সমান্তরাল স্রোত তাঁরা বরদাস্ত করবেন না। যেভাবে দিলীপ ঘোষের হাত শক্ত করেছেন অমিত শাহ স্বয়ং, তাতে আদি বিজেপি ও আর এস এস খুশি। আপাতত রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় জুটিই বাংলায় সুফল এনে দেবে বলে দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব বিশ্বাস করছেন। ফলে দিলীপের কাজের স্বাধীনতা ও ক্ষমতা আরও বাড়বে বলে দলীয় সূত্রের খবর।

আরও পড়ুন-দিল্লির দূষণ কমাতে পুরনো পন্থা কেজরিওয়ালের