দিল্লির দূষণ কমাতে পুরনো পন্থা কেজরিওয়ালের

দেওয়ালিতে দিল্লির দূষণ কমাতে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী 4 থেকে 15 নভেম্বর ফের ‘জোড়-বিজোড়’ নীতি ফিরবে দিল্লিতে।যার নিট ফল, একদিন শুধু জোড় সংখ্যার গাড়ি রাস্তায় নামবে তো পরের দিন বেরোবে বিজোড় সংখ্যার গাড়ি। শুক্রবার দিল্লিতে এই ঘোষণা করেন কেজরি।
প্রত্যেকবারই দেওয়ালির সময়ে দিল্লিতে দূষণ মারাত্মকভাবে বেড়ে যায়। দিল্লির দূষণের সঙ্গে যোগ হয় হরিয়ানা এবং পাঞ্জাব থেকে আসা ধোঁওয়া। কার্যত একটি ‘গ্যাস চেম্বারে’ পরিণত হয় দিল্লি। এ বার সেই পরিস্থিতি এড়াতে, আগাম এই পরিকল্পনার কথা জানিয়ে দিলেন কেজরি।

আরও পড়ুন- নবান্নের পথে লাল তরুণ দল
উল্লেখ্য, 2015 এবং 2016 সালে এই পরিকল্পনা নিয়েছিলেন কেজরি। তখনও শীতে টানা বেশ কয়েকদিন ‘জোড়-বিজোড়’ নীতি চলছিল। একদিন রাস্তায় জোড় সংখ্যার গাড়ি বেরোচ্ছিল তো পরের দিন বিজোড় সংখ্যার। এর ফলে দিল্লির দূষণের মাত্রা কিছুটা হলেও কমানো গিয়েছিল। এবারও সেই পথেই হাঁটতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Previous articleআগামী বছর কার্শিয়াং-এ শুরু হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস
Next articleঅস্তিত্বের প্রমাণ দিতে…