দলের স্বচ্ছ বজায় রাখতে উদ্যোগ নিয়েছেন খোদ তৃণমূল নেত্রী। আগেই কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকারি কাজ সময়মতো করাতে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগেই চালু হল নতুন হেল্পলাইন। সরকারি পরিষেবা না পেলে বা দেরি হলে সরাসরি এই হেল্পলাইনে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে।

হেল্পলাইন নম্বর 18203458244।
এসএমএস করা যেতে পারে 9073300524 এই নম্বরে।
e-mail [email protected]
