রাজীব না এলে অপেক্ষা না অভিযান, বৈঠকে সিবিআই

রাজীব কুমার যদি শনিবার সিবিআইয়ের নোটিসে সাড়া না দিয়ে গরহাজির থাকেন, তাহলে সিবিআই কী করবে?
সম্ভাবনা 1) সিবিআই অপেক্ষা করবে। আবার নোটিস পাঠাবে।
2) সিবিআই অভিযানে নামবে। রাজীবের বাড়ি যাবে। পদক্ষেপ নেবে। জেরা বা অন্য পদক্ষেপ করবে।
সিবিআই দপ্তরে বৈঠক চলছে ।

আরও পড়ুন-রাজীবের সামনে এখন কোন কোন রাস্তা খোলা?