ভারতে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ শুরু 2 নভেম্বর

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপ। ফিফা-র তরফে এ ঘোষণা করা হয়েছিল অনেক আগেই। তবে বিশ্বকাপের দিনক্ষণ এবং ভেন্যু নিয়ে বেশ উৎসাহ চোখে পড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে। অবশেষে ফিফা-র তরফে ঘোষণা করে দেওয়া হল, আগামী বছর 2 নভেম্বর শুরু হবে মহিলাদের অনূর্ধ্ব-17 ফুটবলের বিশ্বযুদ্ধ। ফাইনাল 21 নভেম্বর।

শুক্রবার জুরিখে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সদর দফতরে আয়োজক কমিটির বৈঠক বসে। সেই বৈঠকেই এই টুর্নামেন্টের দিনক্ষণ স্থির হয়। যদিও টুর্নামেন্টের চূড়ান্ত ‘ফিক্সচার’ এখনও প্রকাশ করেনি ফিফা। এমনকি ভারতের কোন কোন শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ তা নিয়েও কিছু জানায়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। জানা গিয়েছে, কলকাতা ছাড়াও ভুবনেশ্বর, আমেদাবাদ, গোয়া এবং নবি মুম্বইয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তবে ফিফা প্রতিনিধিরা ভারতে এসে প্রথমে সংশ্লিষ্ট স্টেডিয়ামগুলি পর্যবেক্ষণ করবেন। তাঁদের ‘গ্রিন সিগন্যাল’ পেলে তবেই চূড়ান্ত হবে ভেন্যু।

আরও পড়ুন – কলকাতা লিগে প্রথম জয় পেতে জর্জের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান

Previous articleসৌরভকে বিচারপতি জৈনের পাঠানো চিঠি নিয়েই ধোঁয়াশা
Next articleরেল থেকে বাদ, সুদীপ পেলেন খাদ্য