রাজীবের সামনে এখন কোন কোন রাস্তা খোলা?

হাইকোর্টের রায়ের পর শনিবার যদি রাজীব কুমার সিবিআই অফিসে না যান, তাহলে কী কী পথ তাঁর সামনে খোলা থাকছে?

1) আপাতত গা ঢাকা দিয়ে থেকে সোমবার সুপ্রিম কোর্টে কোনোভাবে কোনো রক্ষাকবচের কৌশল নেওয়ার চেষ্টা করা।

2) দিল্লির প্রভাবশালী মহলের সঙ্গে রফার আলোচনা: রাজীব দেরিতে হলেও যাবেন। আজ বা দুএকদিনে। তিনি গ্রেপ্তার হবেন না। তার বদলে তিনি এমন বয়ান দেবেন যাতে সিবিআই আরও বড় কিছু নামের দিকে এগোতে পারবে।

এই দুই পথই জল্পনামাত্র। রাজীব কোন্ পথে যাবেন, তা স্পষ্ট নয়।
তবে সিবিআই রাজীবের বিষয়ে সিরিয়াস।
কোনোদিক দিয়েই রাজীব যদি “ম্যানেজ” করতে না পারেন, তাহলে সিবিআইয়ের সামনে যাওয়া ছাড়া আর কোনো উপায় তাঁর থাকবে না।

আরও পড়ুন-রাজীব বাড়িতেই আইনি বৈঠকে ডুবে ?

 

Previous articleরাজীব বাড়িতেই আইনি বৈঠকে ডুবে ?
Next articleতদন্ত গুটিয়ে আনতেই রাজীব কুমারকে হেফাজতে নিতে চায় CBI