রাজীব কোথায়? দেহরক্ষীর ফোনও সুইচড অফ!

রাজীব কুমার কোথায়? তিনি কি সিবিআই দপ্তরে যাবেন? প্রশ্ন ঘুরছে। তবে রাজীবকে সংবাদমাধ্যম ধরতে পারে নি। ফোন অফ। দেহরক্ষীর ফোনটিও অফ। রাজীবকে বাড়িতে পাওয়া যায় নি। দুপুরের পর তিনি গেলেন কোথায়? রাজীব আজ না গেলে তাঁকে সিবিআই ফেরার ঘোষণা করতে পারে। সূত্রের খবর, রাজীব না গেলে ধরে নিতে হবে তিনি সোমবার সুপ্রিম কোর্টে যাবেন। অথবা রাজীবকে আড়াল করছে “বড়” কোনো লবি। তারা চাইছে রাজীব গ্রেফতার না হওয়ার বদলে এমন কিছু বয়ান দিন, যাতে বিশেষ দুচারজনকে জালে আনতে পারে সিবিআই। রাজীব সেই পথে যাচ্ছেন কিনা, সেটাও কৌতূহলের বিষয়। রাজীব কুমারকে নিয়ে টানটান রহস্য দানা পেকেছে।