Monday, November 10, 2025

একমাত্র টেস্ট ক্রিকেটার, যিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন

Date:

Share post:

অনেক ক্রিকেটারই নিজস্ব মুন্সীয়ানায় ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন। কিন্তু নিজের অন্ধকার জীবনের জন্যও কেউ ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছেন, এমন ক্রিকেটার বোধ হয় খুব কম আছে। এমন একজন টেস্ট ক্রিকেটার হলেন লেসলি জর্জ হিল্টন, যিনি তাঁর জীবনের কালো অধ্যায়ের জন্য বেশি পরিচিত।

লেসলি জর্জ হিল্টনকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছিল আদালতের নির্দেশে। তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। জন্মগ্রহণ করেন 29 মার্চ 1905 সালে। হিল্টন ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ফাস্ট বোলার। নিচের দিকে এসেও ব্যাট চালাতে পারতেন ভাল। 1935-1939 সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ছ’টি টেস্ট খেলেছিলেন হিল্টন।

এই ক্যারিবিয়ান তারকা খুবই হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 1927 সাল থেকে জ্যামাইকান ক্রিকেটে একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে উঠে আসেন তিনি। বহুবার এই ডানহাতি পেসারকে অবহেলা করা হয়েছে। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে 1935 সালে সুযোগ পেয়ে যান। তারপর সেই ইংল্যান্ডের বিপক্ষেই তাঁর শেষ ম্যাচ খেলেন। শেষ ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পেরে তিনি বাদ পড়েন দল থেকে। এরপর আর ফেরা হয়নি।

পরবর্তীকালে নিজের স্ত্রীকে হত্যা করার অভিযোগ ওঠে হিল্টনের বিরুদ্ধে। তিনি দোষীও সাব্যস্ত হন। তাঁর ফাঁসি হয়। হিল্টন তাঁর স্ত্রীকে গুলি করে হত্যা করেছিলেন। 17 মে 1955 সালে তাঁর মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এভাবেই নিজের অন্ধকার জীবনের জন্য বাইশ গজে বেশি পরিচিত হয়ে ওঠেন হিল্টন।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...