গলায় ফাঁদ দিয়ে আত্মহত্যা করলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন স্পিকার কোড়েলা শিব প্রসাদ রাও (72)। সোমবার সকালে হায়দরাবাদের বাড়িতে বর্ষীয়ান এই টিডিপি নেতাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে বেলার দিকে প্রাণ হারান তিনি।

পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্ধ্রে জগন্মোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াইএসআরসিপি ক্ষমতায় আসার পর কোড়েলার পুত্র ও কন্যার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছিল। স্বয়ং কোড়েলার বিরুদ্ধে বিধানসভা থেকে আসবাবপত্র চুরির অভিযোগ ওঠে।
