ফের ‘দিদিকে বলো’-র সাফল্য মিলল হাতেনাতে, কেন জানেন?

জনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাওয়াই ছিল ‘দিদিকে বলো’ প্রচারে জোর দিতে হবে সবাইকে। তার চিন্তাধারা যে সফল তার প্রমাণ হাতেনাতে মিলছে। ওই ফোন নম্বরে এক অসহায় মা তার মূক-বধির ছেলের ব্যবসার জন্য একটি সাইকেল সাহায্য হিসেবে চান। এরপরই পঞ্চায়েত সমিতি থেকে সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ওই ছেলেটিকে একটি সাইকেল ও আইস বক্স দেওয়া হয় ব্যবসা করার জন্য। এভাবেই রাজ্য সরকারের উদ্যোগে নতুন জীবন ফিরে পেল ওই মূক বধির ছেলেটি।