এখন একটু ভাল আছে প্রতনু

কল্যাণীতে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে রেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল মোহনবাগান সমর্থক প্রতনু পাখিরা। তারপর সে মেডিকা হাসপাতালে চিকিৎসাধীন। এখন একটু ভাল আছে প্রতনু।

জানা গিয়েছে, প্রতনুর ভেন্টিলেশন খুলেছে। ওকে হেলান দিয়ে বসানো হয়েছে। কেউ ডাকলে তাকাতে পারছে সে। এমনকি আস্তে আস্তে হাত-পা নাড়তেও পারছে। চিকিৎসায় সাড়াও দিচ্ছে। তবে কথা বলতে এখনও সময় লাগবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রতনুর মাথার একটা হাড় খুলে রাখা আছে, যেটা পরে আবার অস্ত্রপচার করে ওর মাথায় বসানো হবে।

প্রসঙ্গত, প্রতনুর পাড়া অর্থাৎ লেবুতলা পার্ক সহ অন্যান্যরাও আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা পরিবারের দিকে। তার বাবার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যা জমা পড়েছে, তা প্রায় 3 লাখ 86 হাজার টাকা। এছাড়া লেবুতলা পার্ক পুজো কমিটি থেকে দেওয়া এক লক্ষ টাকা ও দীপেন্দু বিশ্বাসের 50,000 টাকা এনক্যাশ প্রসেসে রয়েছে। সকলের একটাই প্রার্থনা, সুস্থ হয়ে উঠুক প্রতনু।

Previous articleপুজো প্যান্ডেল পরিদর্শনে শহরে আসছেন অমিত শাহ
Next articleপুলিশি হেনস্থার জেরে আত্মহত্যার অভিযোগ, কারণ জেনে নিন