Sunday, November 16, 2025

দ্রুত উপত্যকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

যত দ্রুত সম্ভব কাশ্মীর উপত্যকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। এই বিষয়ে সোমবার কেন্দ্র এবং জম্মু-কাশ্মীর প্রসাশনকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি কাশ্মীরের কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকেও নবগঠিত এই কেন্দ্রশাসিত অঞ্চলে যাওয়ার অনুমতি দিল আদালত। প্রয়োজনে তিনি নিজেও কাশ্মীরে যেতে পারেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

সোমবার সুপ্রিম কোর্টে কাশ্মীর নিয়ে একাধিক মামলার শুনানি ছিল। সেই শুনানি শেষেই এই মন্তব্যগুলি করে রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। গগৈ ছাড়াও এই ডিভিশন বেঞ্চে রয়েছেন বিচারপতি এসএ বোবদে এবং বিচারপতি আবদুল নাজির।
গগৈ স্পষ্ট বলেন, “স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার জন্য যা যা করা উচিত সেটা অবিলম্বে করার জন্য জম্মু-কাশ্মীর প্রসাশনকে আমরা নির্দেশ দিচ্ছি।” সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ এটাও বলে দেয় যে জাতীয় স্বার্থকে মাথায় রেখেই স্বাভাবিকতা ফিরিয়ে আনতে হবে উপত্যকায়।
পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, শ্রীনগর, বারামুল্লা, অনন্তনাগ এবং জম্মুতে যেতে পারবেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ গুলাম নবি আজাদ।
এরই সঙ্গে গগৈ বলেন, “যদি প্রয়োজন হয় আমি নিজেও জম্মু-কাশ্মীর যেতে পারি।”

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version