এনআরসি নিয়ে মোদিকে তোপ সূর্যকান্ত-সেলিমের

বারাসাতে রবিবার জেলা সিপিএমের সমাবেশে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র মোদিকে কটাক্ষ করে বলেন, মাঝে মাঝে রামমন্দির,তিন তালাক,কাশ্মীর, এন আর সি ইস্যু আনা হবে। ভয় পাবেন না। বুথে বুথে সংগঠন গড়ে তুলন।সেখানে শক্তি না বাড়ালে কিছুই হবে না। তিনি পার্টি কর্মীদের স্মার্টফোন নিয়ে বুথে গিয়ে ভোটার ভেরিফিকেশনের কাজ করার পরামর্শ দেন ।তার দাবি, কেন্দ্রকে কোনও সুযোগ দেওয়া হবে না। এনআরসির নামে কোনও নাগরিকের নাম বাদ দেওয়া যাবে না।
মহঃ সেলিম বলেন, কেন্দ্র স্মার্ট সিটির বদলে স্মার্ট জেল বানাচ্ছে। এরাজ্যে এনআরসির কথা বলছে।কিন্তু দেশের নাগরিক হয় সংবিধানের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে নয়।মোদি বড় ব্যবসায়ী।গোট দেশের মানুষকে কনজিউমার মনে করছে। ব্যাঙ্কের কেওয়াইসির মতো তথ্য চাইছে। কিন্তু মোদি বা দিলীপ ঘোষ তাদের সার্টিফিকেট দেখাচ্ছে না।ওরা বলছে একদেশ এক পতকা একধর্ম এক ভাষা।আমরা বলছি আমাদের দেশ হল বিবিধের মাঝে ঐক্য ।।