ভারতীয় গবেষককে কুর্নিশ জানাচ্ছে উবের, কেন জানেন?

উবের সংস্থা এক ভারতীয় গবেষক কে সম্বর্ধনা দিলো, কেন জানেন? কারণ, একটি ভয়াবহ ত্রুটি ধরিয়ে দিয়েছেন ভারতীয় গবেষক আনন্দপ্রকাশ । সেই ত্রুটি ধরা না পড়লে ব্যাঙ্ক একাউন্ট হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যে কোনও উবের অ্যাপ ব্যবহারকারীর । এই ত্রুটি ধরিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে ভারতীয় গবেষককে সাড়ে 6 হাজার ডলার আর্থিক পুরস্কার, ভারতীয় অর্থে যার মূল্য 4 লক্ষ 60 হাজার টাকা দিচ্ছে উবের । আসলে নিরাপত্তা নিয়ে গবেষণা করছেন আনন্দপ্রকাশ । এর আগেও তিনি একটি ত্রুটি ধরিয়ে দিয়েছিলেন উবেরের। কিন্তু এবার যে ত্রুটিটি তিনি প্রকাশ্যে এনেছেন তা দেখে চক্ষু চড়কগাছ সংস্থার। তাই এই ভারতীয় গবেষক কে সম্মান জানাতে দ্বিধা বোধ করেনি উবের।

Previous articleফারুক আব্দুল্লাহ আদৌ গৃহবন্দি নাকি ধৃত, কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের
Next articleআসানসোলে প্রধানমন্ত্রী মোদির স্ত্রী