পুজোর আগে বাড়ছে পিএফ-এর সুদের হার

পুজোর আগে ইপিএফও-আওতাধীন কর্মচারীদের পক্ষে সুখবর। 2018-’19 অর্থবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমা হয়েছে, তার উপর 8.65 শতাংশ হারে সুদ দেওয়া হবে। 6 কোটিরও বেশি কর্মী এই সুবিধা পাবেন। মঙ্গলবার, এ কথা জানান, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। এখন পিএফ-এ 8.55 শতাংশ হারে সুদ দেওয়া হয়। সেটাই দশমিক এক শতাংশ বাড়ল। দেশ জুড়েই আসন্ন উৎসবের মরসুম। তার আগে এই সিদ্ধান্তে খুশি ৬ কোটিরও বেশি কর্মচারী।

Previous articleJNU-র ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশে অনুমতি হাইকোর্টের
Next articleআগাম জামিনের রায় স্থগিত, ফের রাজীব কুমার কে হেফাজতে চাইল সিবিআই