JNU-র ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশে অনুমতি হাইকোর্টের

বিজেপি’র ছাত্র সংগঠন ABVP-কে পর্যুদস্ত করে বাম ছাত্রফ্রন্ট জিতেই আছে। তবে আনুষ্ঠানিক ফলপ্রকাশে আদালতের স্থগিতাদেশ থাকায় ফল ঘোষিত হয়নি।

মঙ্গলবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা JNU-র-এর ছাত্র সংসদ নির্বাচনের ফলপ্রকাশে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে দিল্লি হাইকোর্ট।একইসঙ্গে নির্বাচন কমিটিকে ফলাফল প্রকাশের অনুমতিও দেওয়া হয়েছে। ফলে এবার সরকারিভাবেই বিজয়ী হলো বাঙালিকন্যা ঐশী ঘোষের নেতৃত্বাধীন
বাম ছাত্রফ্রন্ট। ঐশী নিজেও ছাত্র সংসদের সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ABVP-সহ সব প্রতিপক্ষকে হারিয়ে।

Previous article‘রক্ষাকবচ’ পেলেন না রাজীব, আদালতের এক্তিয়ার নিয়ে বিতর্ক তুঙ্গে
Next articleপুজোর আগে বাড়ছে পিএফ-এর সুদের হার