আবার বন্ধ হতে আরও দুই কেন্দ্রীয় সরকারি সংস্থা। একটি স্টেট ট্রেডিং কর্পোরেশন (STC) এবং প্রোজেক্ট অ্যান্ড ইকিউপমেন্ট কর্পোরেশন লিমিটেড(PECL)। আগামী মন্ত্রিসভার বৈঠকে অনুমতি নেওয়ার জন্য প্রস্তাব পেশ করা হবে।

গত অগাস্ট মাসে এই সিদ্ধান্ত হয়। দুটিই বানিজ্য দফতরের অধীনস্থ। বন্ধের খবরে STC-এর শেয়ার এক ধাক্কায় প্রায় 27টাকা পড়ে গিয়েছে। বানিজ্য মন্ত্রকের রিপোর্ট, ব্যাঙ্কের সুদ দিতে না পারায় এনপি হয়ে গিয়েছে। 2018-র ডিসেম্বর পর্যন্ত STC-র বকেয়া 1908 কোটি টাকা। অন্যদিকে PECL-এর বকেয়া 1390 কোটি টাকা।
