Thursday, November 13, 2025

হিন্দি বিরোধিতায় সুপারহিট — জটায়ু আর নাটোরকা বনলতা সেন

Date:

জীবনানন্দের সেই বিখ্যাত কবিতা— ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা/ মুখ তার শ্রাবস্তীর কারুকার্য…’ তার হিন্দি অনুবাদ ‘ বাল উসকি বহুত পুরানি বিদিশাকি অন্ধেরা/চেহরা মে শ্রাবস্তীকে সজাওট/মুঝে দো পল চ্যায়েন দিয়ে থে/ নাটোরকা কা বনলতা সেন’
—মশহুর পোয়েট জীভনা নন্দজি কা পোয়েট্রি।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এক দেশ এক ভাষার ধুয়ো তোলার বিরুদ্ধে এইভাবেই বাঙালিরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। সেই সঙ্গে হিন্দি শেখার বই হাতে সত্যজিৎ রায়ের সন্তোষ দত্তর ওরফে জটায়ুর মিম সুপারহিট। শুধু জটায়ু নয়, হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে টেনে আনা হয়েছে ‘প্রাক্তন’ ছবির সাবিত্রী চট্টোপাধ্যায়কেও। যেখানে ট্রেনের কামরায় বসে তিনি বলছেন, ‘ ওই যে এক ঘাটের মড়া এসি হ্যায়, চলতা হি নেহি। আমার স্বামী কত চেষ্টা করতা হ্যায়, কুছ হোতা নেহি।’ মজার ব্যাপার দুই ক্ষেত্রেই দু’জনের হিন্দি শুনে জবাব দিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। জটায়ুর হিন্দি শুনে তিনি বলেছিলেন, হিন্দিটা আপনি চালিয়ে যান, বেশ লাগছে। আর সাবিত্রীর হিন্দি শুনে তিনি বলেছেন, তুমি তো ভয়ঙ্কর ধরণের হিন্দি বলছ! — হিন্দির আগ্রাসনের বিরুদ্ধে এইভাবেই সোশ্যাল মিডিয়া জুড়ে আম বাঙালির বক্রোক্তি, সমালোচনা। বাং-হিন্দিতেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বাঙালির উপর হিন্দি চাপিয়ে দিতে পার, কিন্তু তুম রিগ্রেট করেগা। কেউ কেউ আবার বাংলাদেশের তুলনা টেনে দ্বিতীয় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। বিভিন্ন স্টেশনে হিন্দি লেখার উপর কালো পোঁচ মারার ছবিও দিয়েছেন। শুধু বাংলা নয়, দক্ষিণ ভারতেও এই ছবি। সেখানে আওয়াজ #স্টপহিন্দিইমপোজিশন।

আরও পড়ুন – চিনের মন্তব্যে চাপ বাড়ল পাকিস্তানের

প্রতিবাদ কংগ্রেস সাংসদ শশী তারুরের সোশ্যাল মিডিয়াতেও। তিনি পোস্ট করেছেন– সেখানে দেখা যাচ্ছে জঙ্গলে হাঁস, মুরগি, বাঘ, সিংহ, শিম্পাঞ্জি রয়েছে। কিন্তু সকলেই হাঁসের ডাক ডাকছে। আর সেই দেখে একটি হাঁস বলছে, আমরা ভাষানীতি নিয়ে বাড়াবাড়ি করছি না তো!

হিন্দি চাপিয়ে দেওয়া নিয়ে প্রতিবাদে মুখর দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় সদা জাগ্রত অমিত শাহর বিজেপি নিশ্চিত শুনতে পাচ্ছেন…

আরও পড়ুন – জনপ্ৰিয় বলি অভিনেত্রীর গাড়িতে পড়ল পাথর, অল্পের জন্য রক্ষা

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version