Thursday, November 13, 2025

হিন্দি বিরোধিতায় সুপারহিট — জটায়ু আর নাটোরকা বনলতা সেন

Date:

জীবনানন্দের সেই বিখ্যাত কবিতা— ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা/ মুখ তার শ্রাবস্তীর কারুকার্য…’ তার হিন্দি অনুবাদ ‘ বাল উসকি বহুত পুরানি বিদিশাকি অন্ধেরা/চেহরা মে শ্রাবস্তীকে সজাওট/মুঝে দো পল চ্যায়েন দিয়ে থে/ নাটোরকা কা বনলতা সেন’
—মশহুর পোয়েট জীভনা নন্দজি কা পোয়েট্রি।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এক দেশ এক ভাষার ধুয়ো তোলার বিরুদ্ধে এইভাবেই বাঙালিরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। সেই সঙ্গে হিন্দি শেখার বই হাতে সত্যজিৎ রায়ের সন্তোষ দত্তর ওরফে জটায়ুর মিম সুপারহিট। শুধু জটায়ু নয়, হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে টেনে আনা হয়েছে ‘প্রাক্তন’ ছবির সাবিত্রী চট্টোপাধ্যায়কেও। যেখানে ট্রেনের কামরায় বসে তিনি বলছেন, ‘ ওই যে এক ঘাটের মড়া এসি হ্যায়, চলতা হি নেহি। আমার স্বামী কত চেষ্টা করতা হ্যায়, কুছ হোতা নেহি।’ মজার ব্যাপার দুই ক্ষেত্রেই দু’জনের হিন্দি শুনে জবাব দিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। জটায়ুর হিন্দি শুনে তিনি বলেছিলেন, হিন্দিটা আপনি চালিয়ে যান, বেশ লাগছে। আর সাবিত্রীর হিন্দি শুনে তিনি বলেছেন, তুমি তো ভয়ঙ্কর ধরণের হিন্দি বলছ! — হিন্দির আগ্রাসনের বিরুদ্ধে এইভাবেই সোশ্যাল মিডিয়া জুড়ে আম বাঙালির বক্রোক্তি, সমালোচনা। বাং-হিন্দিতেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বাঙালির উপর হিন্দি চাপিয়ে দিতে পার, কিন্তু তুম রিগ্রেট করেগা। কেউ কেউ আবার বাংলাদেশের তুলনা টেনে দ্বিতীয় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। বিভিন্ন স্টেশনে হিন্দি লেখার উপর কালো পোঁচ মারার ছবিও দিয়েছেন। শুধু বাংলা নয়, দক্ষিণ ভারতেও এই ছবি। সেখানে আওয়াজ #স্টপহিন্দিইমপোজিশন।

আরও পড়ুন – চিনের মন্তব্যে চাপ বাড়ল পাকিস্তানের

প্রতিবাদ কংগ্রেস সাংসদ শশী তারুরের সোশ্যাল মিডিয়াতেও। তিনি পোস্ট করেছেন– সেখানে দেখা যাচ্ছে জঙ্গলে হাঁস, মুরগি, বাঘ, সিংহ, শিম্পাঞ্জি রয়েছে। কিন্তু সকলেই হাঁসের ডাক ডাকছে। আর সেই দেখে একটি হাঁস বলছে, আমরা ভাষানীতি নিয়ে বাড়াবাড়ি করছি না তো!

হিন্দি চাপিয়ে দেওয়া নিয়ে প্রতিবাদে মুখর দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় সদা জাগ্রত অমিত শাহর বিজেপি নিশ্চিত শুনতে পাচ্ছেন…

আরও পড়ুন – জনপ্ৰিয় বলি অভিনেত্রীর গাড়িতে পড়ল পাথর, অল্পের জন্য রক্ষা

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version