আলিপুরে আগাম জামিন মিলবেই, আত্মবিশ্বাসী রাজীবশিবির

আলিপুর কোর্টে যদি এবং যেদিন আগাম জামিনের আবেদনের শুনানি হয়, তাহলে তা মঞ্জুর হবেই বলে আশাবাদী রাজীবকুমারের শিবির। সেইমত প্রস্তুতি শুরু করেছেন আইনজীবীরা। বারাসাত থেকে কেস রেকর্ড আলিপুর এসিজেএম কোর্টে পৌঁছলেই এর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রাজীবশিবির খানিকটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। জানা গেছে, আইনজীবীরাও রাজীবকে আশ্বাস দিয়েছেন এবার ভালো খবর পাবেন। সিবিআই অবশ্য বিরোধিতার সবরকম ব্যবস্থা রাখছে। রাজীবশিবিরে ফিসফাস শুরু, এবার চেষ্টা করেও সিবিআই ঠেকাতে পারবে না।

আরও পড়ুন-রাজীব কুমারের খোঁজে বিশেষ টিম সিবিআই-এর

 

Previous articleমোহালিতে দ্বিতীয় টি-20 ম্যাচ জিতে 2020 বিশ্বকাপের প্রস্তুতির সূচনা করতে চান বিরাট
Next articleট্রেনের কামরায় বিশ্বকর্মা