ফেরার আসামী ধরার দায়িত্বে যিনি, তিনি এখন পলাতক: রাজীব প্রসঙ্গে সুজন

আইপিএস রাজীব কুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম নেতা তথা যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী। বুধবার আলিপুর আদালত চত্বরে দাঁড়িয়ে সুজন ADG CID রাজীব কুমারকে কটাক্ষ করে বলেন, “ফেরার আসামী ধরার দায়িত্বে যিনি, তিনি এখন সিবিআই-এর ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এর থেকে লজ্জার আর কিছুই হতে পারে না। তিনি নিজের যোগ্যতাই আইপিএস হয়েছেন, এখন তাঁকে পালাতে হচ্ছে। কাদের বাঁচাতে এমন করছেন সেটা সকলের জানা। যাইহোক, শুধু সারদায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, একইসঙ্গে প্রতারিত মানুষদের টাকা ফেরাতে হবে।”

আরও পড়ুন-এন্টিবায়টিক ইঞ্জেকশনের পরেই অসুস্থ 15, আতঙ্ক ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে