অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের পরেই অসুস্থ 15, আতঙ্ক ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে

অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়ার পরেই অসুস্থ 15 জন রোগী। এই ঘটনা ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়ায় নদিয়ার ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সূত্রের খবর, অজানা জ্বর নিয়ে মোট 29 জন রোগী চলতি সপ্তাহে ভর্তি হয়েছিলেন ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মঙ্গলবার, তাঁদের মধ্যে 15 জনকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরই তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। খিঁচুনি শুরু হয়। তৎক্ষণাৎ রোগীদের ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রে রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে রোগীদের সঙ্গে দেখা করতে যান কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

আরও পড়ুন-জল অপচয় রুখতে বিশেষ উদ্যোগ পুরসভার