Friday, December 5, 2025

মোহালিতে কোহলির ‘বিরাট’ ব্যাটিং ঝড়ে সহজ জয় ভারতের

Date:

Share post:

সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবিয়ানদের দুর্মূষ করে দেশে ফিরেছে ভারত। সেই তেজ যেন ধরা পড়ল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টি- 20 সিরিজের প্রথম ম্যাচ ধরমশালায় বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। তাই একটি বল না গড়ানোতে এই দুই দেশ পয়েন্ট ভাগ করে বসেছিল। সেই ম্যাচ না খেলতে পারার আক্ষেপ যেন উসুল করে নিলেন কোহলিরা। অনায়াসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ সাত উইকেটে জিতে নিল রবি শাস্ত্রীর শিষ্যরা।

এদিন টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহলি দীপক চাহারের বলে প্রোটিয়া দলের প্রথম ওপেনার হেনড্রিক মাত্র 6 রান করে ফিরে গেলেও অপর ওপেনার তথা প্রোটিয়া ক্যাপ্টেন কুইন্টন ডি ককের অর্ধশতরান (52) ডুপ্লেসিদের ভরসা দিয়েছিল।

এছাড়াও টিমবা বাভুমার 49 রান দক্ষিণ আফ্রিকাকে একশোর গণ্ডি পেরোতে সাহায্য করেছিল। কিন্তু একশোর গণ্ডি পেরলেও দেড়শোর গণ্ডি পেরোতে পারল না প্রোটিয়া শিবির। দীপক চাহারের দুরন্ত বোলিং দাপটে আটকে গেল প্রোটিয়া ঝড়। তাঁর দুই উইকেট কার্যত দেড়শোর গন্ডি পেরোনো থেকে আটকে দিল দক্ষিণ আফ্রিকাকে। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 149 রান করেছে প্রোটিয়া দল। ভারতের লক্ষ্যমাত্রা 150।

সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রোহিত শর্মা 12 রানে থমকে গেলেও দলকে এগিয়ে নিয়ে যান শিখর ধাওয়ান ও ক্যাপ্টেন কোহলি। মূলত, তাঁর ব্যাটিং দাপটেই সহজ জয় পেল ‘মেন ইন ব্লু’। চারটি চার ও তিনটি ছয়ের সমন্বয়ে 52 বলে বিরাটের অপরাজিত 72 রান সহজে প্রোটিয়া বধ করল। আর তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন টিম ইন্ডিয়ার ‘গব্বর’ শিখর ধাওয়ান। তাঁর 40 রানও ভারতের লক্ষ্যমাত্রা তাড়া করার জন্য ছিল তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে সাত উইকেটে ম্যাচ জিতে 1-0 সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

spot_img

Related articles

পাইলটদের ছুটিতে কোপ, যাত্রী সুরক্ষার সঙ্গে আপোষ DGCA-র!

ইন্ডিগোর চরম বিশৃঙ্খলার জেরে কার্যত ধসে পড়েছে বিমান পরিষেবা (Flight Service)। এবার পরিস্থিতি সামাল দিতে পাইলটদের ছুটিতে কাঁচি...

সিপিএমের দলীয় কার্যালয়ে বিজেপির ব্যানারে CAA-SIR সহায়তা ক্যাম্প! তুঙ্গে রাজনৈতিক তরজা

রাম-বাম(BJP-LEFT) আঁতাতের কথা বহুবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। এবার চার চাক্ষুষ প্রমাণ মিললো হাবড়ায়। সিপিএমের...

হুমায়ুনের বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না আদালত, নিরাপত্তার দায়িত্ব রাজ্যের

মুর্শিদাবাদে বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন হুমায়ুন...

মনরেগার ৫২ হাজার কোটি পাওনা! বাংলার প্রাপ্য টাকা মেটাতে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা

বাংলার মানুষকে বঞ্চনা করা বিজেপির ধর্ম। ন্যায্য পাওনা থাকা সত্ত্বেও বাংলার প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে...