নামেই শিল্পাঞ্চল, বিশ্বকর্মার জৌলুস নেই ব্যারাকপুরে

বেহাল দশা। তাই ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিশ্বকর্মা পুজার জৌলুস অনেকটাই ম্লান। স্বাধীনতারও আগে ব্যারাকপুরের বরানগর থেকে বীজপুর গঙ্গার তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল চটকল। কিন্তু বর্তমানে পাট থেকে উৎপাদিত বস্তুর পরিবর্তে, অন্যান্য জিনিস বাজার দখল নিয়েছে। পিছিয়ে পড়েছে পাটশিল্প। উৎপাদনের অভাবে ধুঁকছে চটকলগুলি। বাজারে টিকে থাকতে আধুনিক মেশিন বসানো হয়েছে চটকলে। আর তার ফলে শ্রমিক সংখ্যা অনেক কমেছে। আজ যেখানে 2-3 হাজার শ্রমিক কাজ করে, সেখানে আজ থেকে 30 বছর আগে 10 – 12 হাজার লোক কাজ করতেন। বিভিন্ন সরকারি নীতি ও সিদ্ধান্তের ফলে শিল্পর ক্ষতি হয়েছে। আর ম্রিয়মান শিল্পের প্রভাব পড়েছে বিশ্বকর্মা পুজোতেও। আগে যে জৌলুস, আড়ম্বরে পুজো হত, আজ আর তা নেই। সরকারি আনুকূল্যে আবার হৃত গৌরব ফিরে পাওয়া যাবে বলে উৎসবের দিনে আশাবাদী শ্রমিক থেকে মালিক সব পক্ষ।

Previous articleএবার দেশ ছেড়ে বিদেশে জয়ের যাত্রা শুরু রাণুর
Next articleমোহালিতে কোহলির ‘বিরাট’ ব্যাটিং ঝড়ে সহজ জয় ভারতের