পন্থকে কার্যত হুঁশিয়ারি টিম ম্যানেজমেন্টের

ঋষভ পন্থকে কার্যত হুঁশিয়ারি দিল টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধর্মশালায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর আজ, বুধবার সন্ধে সাতটা থেক দ্বিতীয় ম্যাচ মোহালিতে। কিন্তু দলের নজর তরুণ উইকেট কিপার পন্থের দিকে। ওয়েস্ট ইন্ডিজে পুরো সিরিজে সুযোগ পেয়েও ব্যর্থ ঋষভ। বারবার উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। কোহলি বলেছেন, তরুণরা মনে রাখুক, আন্তর্জাতিক ক্ষেত্রে পাঁচটির বেশি ম্যাচ তরুণরা পাবে না। ওটাই যথেষ্ট। কোচ রবি শাস্ত্রী আরও এক কদম এগিয়ে বলেছেন, এবার উইকেট ছুড়ে দিয়ে এলে পন্থের ভাগ্যে তিরস্কার রয়েছে। আর ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সাফ কথা, টেকনিক নয়, তরুণদের বুঝতে হবে ভয়ডরহীন ক্রিকেট মানেই যা খুশি তাই করা নয়। ফলে আজ কার্যত অ্যাসিড টেস্ট ঋষভ পন্থের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নয়া ক্যাপ্টেন কুন্টন ডি কক বলছেন, আইপিএল খেলার অভিজ্ঞতার দরুণ ভারতের পরিবেশ আমার পরিচিত। কোনও চাপ নিতে চাই না। তবে তিনি তাকিয়ে আছেন বিরাট কোহলি আর কাগিসো রাবাডার দ্বৈরথের দিকে।

Previous articleবৌবাজারের স্যাকরাপাড়ায় এবার বিশ্বকর্মা’ই ব্রাত্য
Next articleফোগতের হার, এগোচ্ছে ছেলেরা