যে কোনো মুহূর্তে গ্রেফতার করা যেতে পারে রাজীব কুমারকে। তার জন্য কোনও পরোয়ানা লাগবে না। জানিয়ে দিল আলিপুরের এসিজেএম আদালত। পরোয়ানা ছাড়াই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে গ্রেফতার করা যাবে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ নামা আছে সেই অনুযায়ী রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে সিবিআই। সারাদিন আদালতে শুনানির পর এই রায় শোনালেন এসিএম কোর্টের বিচারক।
