Monday, December 29, 2025

মিনি ডার্বিতে হার, লিগ অধরাই থেকে গেল মোহনবাগানের

Date:

Share post:

 

মহমেডান: 3 (ওমোলো, তীর্থঙ্কর, চিডি)

মোহনবাগান: 2 (বেতিয়া, চামোরো)

বাগান কোচ কিবু ভিকুনার স্বপ্ন ভেঙে দিলেন মহমেডান কোচ দীপেন্দু বিশ্বাস। চাপের মুখে মুখ থুবড়ে পড়ল কিবু ভিকুনার ছেলেরা। মিনি ডার্বিতে ‘রক্ষণহীন’ সবুজ-মেরুন শিবিরকে হারিয়ে দিল মহমেডান। রক্ষণের ফাঁক-ফোকরের খেসারত দিতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। মহমেডানের কাছে 2-3 গোলে হেরে এ বারের মতো ঘরোয়া লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল মোহনবাগানের।

শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে মহমেডান। সাত মিনিটের মাথায় কর্নার থেকে ফিরতি বলে গোল করে মহমেডানকে এগিয়ে দেন করিম। তার চার মিনিট পরেই দ্বিতীয় ধাক্কা। 11 মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করে ব্যবধান বাড়ান গত মরশুমে বাগানে খেলে যাওয়া তীর্থঙ্কর সরকার। প্রথম 15 মিনিটে মোহনবাগান আরও গোল খায়নি সেটাই ভাগ্যের ব্যাপার।

এরপর ম্যাচে ফেরার চেস্টা করে মোহনবাগান। কিন্তু এদিন মেরিনার্সদের আক্রমণে সেই ‘ফ্লেভার’টা ছিল না। তা হলেও 25 মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো ফ্রি কিকে গোল করে ব্যবধান কমান সেই বেতিয়া। প্রথমার্ধে আর গোল হয়নি। 1-2 ব্যবধানে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে বাগান।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করার চেষ্টা করে সবুজ-মেরুন শিবির। কিন্তু লাভ হয়নি। উল্টে গোল খেতে হয়। 61 মিনিটের মাথায় বাগান ডিফেন্সের দুর্বলতাকে কাজে লাগিয়ে মহামেডানের হয়ে তিন নম্বর গোল করে যান জন চিডি। তারপরে শেষ তাস হিসেবে ভিকুনা নামান সালভাদর মার্টিনেজ পেরেজকে। 70 মিনিটের মাথায় ব্যবধান কমান সেই পেরেজ।

তারপর আর গোল আসেনি। অনেক চেষ্টা করেও ম্যাচে সমতা ফেরাতে পারেননি সবুজ-মেরুন ফুটবলাররা।

এদিনের হারের ফলে 7 ম্যাচে 14 পয়েন্টেই দাঁড়িয়ে রইল মোহনবাগান। অন্যদিকে, মহমেডান 16 পয়েন্ট নিয়ে চলে গেল দ্বিতীয় স্থানে। এদিনের হারের ফলে মোহনবাগানের লিগ জয়ের আশা কার্যত শেষ। অন্যদিকে, মহমেডান এখনও লিগ জয়ের আশা জিইয়ে রাখল।

spot_img

Related articles

ভুয়োর রাজ্য যোগীরাজ্য! বাতিল ৩ কোটির বেশি ভোটার

SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, বাংলায় নাকি ‘অনুপ্রবেশকারী’ ভোটারে ভরে গিয়েছে এবং তাই...

স্মৃতি-শেফালিদের দাপটে দুরন্ত জয়, লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team)। সিরিজের চতুর্থ ম্যাচে...

লক্ষ্মীর ভাণ্ডার প্রথম চালু মধ্যপ্রদেশে! মিথ্যা ভাষণের সব সীমা ঝাড়গ্রামে ছাড়ালেন শুভেন্দু

বাংলার মানুষের দাবির স্বার্থে কোনদিনও কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার প্রশাসন থেকে সংস্কৃতি, সাধারণ...

ভার্চুয়াল শুনানি না করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ! কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক

এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিকদের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে— এই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের...